ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৪৬ হাজার বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করেছে ইউক্রেন

আল আমিন | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ০৫:০৮

আল আমিন
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ০৫:০৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।

বিগত ৪৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

সম্প্রীতি বুচা শহরে কয়েকশ বেসামরিক নাগরিক হত্যার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী মাকারিভ শহরে ১৩২ বেসামরিক ইউক্রেনীয় নাগরিককে রুশ সেনারা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন।


এদিকে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৪৬ হাজার বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে। রবিবার এমন দাবিই করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা প্রতিষ্ঠান-এসইএস।

সংস্থাটি জানিয়েছে এক দিনেই ২ হাজার ৭০০ বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত ৪৬ হাজার ২৭৫টি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়েছে এসইএস।

সূত্র: আল জাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: