ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমাজনে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১২ যাত্রী এবং দুজন ক্রু সদস্য রয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলোস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

গভর্নর উইলসন লিমা এক এক্সবার্তায় বলেন, দুর্ঘটনায় ১২ যাত্রী এবং দুই ক্রু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ব্মিানের কেউ বেঁচে নেই বলেও জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। বিমানটি রাজ্য রাজধানী মানাউস থেকে বার্সেলোসে যাচ্ছিল।

তিনি বলেন, বিমান ১২ আরোহী ও দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শুরু থেকেই আমাদের টিমের সদস্যরা প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।

এক বিবৃতিতে মানাউস অ্যারোট্যাক্সি বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত শুরুর কথা জানালেও এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি সংস্থাটি।

কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। তবে স্বাধীনভাবে রয়টার্স এ তথ্য যাচাই করতে পারেনি।



আপনার মূল্যবান মতামত দিন: