ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লিবিয়ায় ভয়ংকর ঘূর্ণিঝড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভয়ংকর ঘূর্ণিঝড় ড্যানিয়েলে লিবিয়ার দারনা শহরে বসবাসরত ছয় বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চার জনের পরিচয় মিলেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়- নিহতদের মধ্যে রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব রয়েছেন। তবে বাকি দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছু সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।

পোস্টে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৬ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার। উপকূলীয় শহর দেরনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে মুত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: