
আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোতে এযাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।
শক্তিশালী এ ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ এক রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দূরে এক পাহাড়ি এলাকায় উৎপত্তি ভূমিকম্পটির।
মারাকেশ ছাড়াও পার্শ্ববর্তী উপকূলীয় তিন শহর রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাওরিয়া ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে ওঠে।
শনিবার রাতে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের হালনাগাদ হিসাব দেয়। তাতে দেখা যায়, ভূমিকম্পে ২ হাজার ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৫৯ জন।
আপনার মূল্যবান মতামত দিন: