ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান

অনাস্থা ভোটে হেরে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন

সেলিম সোহেল | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ১২:২৯

সেলিম সোহেল
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ১২:২৯

imran khan

আন্তর্জাতিক ডেস্ক: পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন হয়েছে। শনিবার দিনভর নাটকীয়তায় কাটিয়ে মধ্যরাতে গিয়ে পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের বিরুদ্ধে ১৭৪ ভোট পড়ে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানায়।

পাকিস্তানে এখন পর্যন্ত কোন প্রধানমন্ত্রী মেয়াদ পূর্ণ করতে পারেননি। একই পরিণতি বরণ করে নিতে হচ্ছে ইমরান খানকেও। প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের প্রয়োজন ছিল ১৭২ ভোট। জাতীয় পরিষদের ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা জানিয়েছেন। 
 
এর আগে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় চালু হওয়া অধিবেশনে চলে নানা নাটকীয়তা। প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে 'বিদেশি ষড়যন্ত্রে' অংশ নিতে পারবেন না জানিয়ে মধ্যরাতে পদত্যাগ করেন স্পিকার আসাদ কায়সার। রাত বারোটার পর প্যানেল স্পিকার পিএমএল-এন নেতা আয়াজ সাদিকের সভাপতিত্বে নতুন অধিবেশনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ফলাফলে নিশ্চিত হয় পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়।


আপনার মূল্যবান মতামত দিন: