
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়া। রাশিয়ার এ পদক্ষেপের দেশটির ওপর দ্রুত নিষেধাজ্ঞার দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, ‘আমরা মস্কোর সিদ্ধান্ত ও পদক্ষেপের নিন্দা জানিয়ে জবাবে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছি। আমরা এমন ঘোষণার বিষয়ে আমাদের মিত্র দেশ ও অংশীদারদের সাথে সমন্বয় করছি।’
হোয়াইট হাউজ বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন এবং রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।
বাইডেন আমেরিকার প্রতিশ্রুতির বিষয়ে পুনরায় নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় থাকবে বলে জানিয়েছে জো বাইডেন।
বাইডেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে।
হোয়াইট হাউজ আরও জানিয়েছে, বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মানির চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করছেন -কীভাবে তাদের প্রতিক্রিয়াকে সমন্বয় করা যায় সেটা নিয়ে। সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: