ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পুতিনের সঙ্গে কথা বলতে আমার বিরক্ত লাগে: ফরাসি প্রেসিডেন্ট

আল আমিন | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০২:৩১

আল আমিন
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০২:৩১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে আমার বিরক্ত লাগে, এটা সুখকর নয়। কিন্তু আমরা কি করবো? আমাদের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তুত করতে হবে।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, পুতিনের সঙ্গে ফোনালাপগুলো সুখকর ছিল না। বরং এগুলো ছিল উদ্বেগের ও অপ্রীতিকর। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার দেশ বর্তমানে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের ‘প্রমাণ’ সংগ্রহ করছে, কারণ এসব অপরাধের জন্য দায়ীরা শাস্তির বাইরে থাকতে পারে না।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় পুতিনের সঙ্গে ফোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। যুদ্ধ শুরুর আগে তিনি মস্কোতে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকও করেছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।

বিগত ৪৫ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: