ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রিগোজিনের বিমান বিধ্বস্ত নিয়ে যা বললেন জেলেনস্কি

আল আমিন | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩ ০১:৫২

আল আমিন
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩ ০১:৫২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,  প্রিগোজিনের বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের কোনো কিছু করার নেই।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলোর সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পর্তুগালের প্রেসিডেন্ট এখন কিয়েভ সফর করছেন।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই।

 এটা নিশ্চিত। কিন্তু  ঘটনার সঙ্গে কার হাত  আছে সেটা সবাই উপলব্ধি করতে পেরেছে বলে আমার ধারণা।

জেলেনস্কি এর বাইরে আর কিছু বলেননি।  

রাশিয়ার ভাড়াটে সৈন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন গতকাল বুধবার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রুশ কর্মকর্তারা এই নিশ্চিত করেছেন।   

দুই মাস আগে প্রিগোজিন ক্রেমলিনের বিরুদ্ধে এক ব্যর্থ অভুত্থানের চেষ্টা করেছিলেন। ফলে তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠছে।

বিদেশ বার্তা / এএএ



আপনার মূল্যবান মতামত দিন: