ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার স্বীকৃতি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন: এন্তোনিও গুতেরেস

আল আমিন | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৪:২৯

আল আমিন
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৪:২৯

এন্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।

ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার রুশ উদ্যোগের সমালোচনা করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন।

এক বিবৃতিতে এন্তোনিও গুতেরেস বলেন, রুশ ফেডারেশনের এই সিদ্ধান্ত আঞ্চলিক অখণ্ডতা ও ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসঙ্ঘ সনদের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।

বিশ্ব নেতৃবৃন্দ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছেন । ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার এই উদ্যোগ ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে আবারো খাটো করলো। একইসঙ্গে এটি মিনস্ক চুক্তিরও লঙ্ঘন করলো। রাশিয়া মূলত ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে।

উল্লেখ্য, এর আগে দেয়া এক বক্তব্যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সম্পর্কে বলেন, ইউক্রেন কোনো দিনই প্রকৃত রাষ্ট্র ছিল না এবং আধুনিক ইউক্রেন রাশিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে।

ইউক্রেনকে ন্যাটোর সাথে যুক্ত হওয়ার ধারণাকে তিনি রীতিমত আক্রমণাত্মকভাবে বলেন ‘এটা সরাসরি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি’।

ভাষণ শেষ করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন যে রাশিয়াপন্থী বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলোকে স্বীকৃতি দেবে রাশিয়া। এরপরই তিনি ডিক্রিতে সই করেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: