
অনলাইন ডেস্ক: নেদারল্যান্ডস ও ডেনমার্ক রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঐতিহাসিক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ইউক্রেনের সোভিয়েত যুগের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য জেলেনস্কি কয়েক মাস ধরে উন্নত যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানাচ্ছিলেন। এছাড়া ইউক্রেন তার পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে।
ওয়াশিংটন শুক্রবার এফ-১৬ হস্তান্তরের অনুমোদন ঘোষণা দিয়েছে।
ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ এ মাসেই শুরু হবে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের শুরুর দিকে ইউক্রেন এই যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এফ-১৬ যুদ্ধবিমান অনুমোদনের সিদ্ধান্তে বলেছেন, ‘এই সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত ঐতিহাসিক, শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক।
সূত্র: আল জাজিরা
বিদেশ বার্তা / এএএ
আপনার মূল্যবান মতামত দিন: