
অনলাইন ডেস্ক: ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ৩৭ জন। শনিবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
আহতদের মধ্যে ১১ শিশু রয়েছে। এই হামলায় একটি বিশ্ববিদ্যালয় ভবন, থিয়েটার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলার একটি ছোট ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাতে দেখা যায় পার্ক করে রাখা একটি গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলায় ক্ষতিগ্রস্ত সিটি সেন্টারের একটি ভবন আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: