ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ২১:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ২১:১৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে। ইউক্রেনে রুশ বাহিনীর দ্বারা যুদ্ধাপরাধের অভিযোগে জাতিসংঘে এই ভোট হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) নিউ ইয়র্কে আয়োজিত সাধারণ অধিবেশনে ভোটে রাশিয়াকে বরখাস্ত করে জাতিসংঘ। খবর: বিবিসি’র।

যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ দেশের মধ্যে ভোট পড়ে ৯৩টি। বিপক্ষে ভোট দেয় ২৪টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ। সদস্য দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে বরখাস্ত করা হয়।

তবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, মিশর, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। আর পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউভুক্ত দেশগুলো, যুক্তরাজ্য এবং ইউক্রেন নিজে। আর বিপক্ষে ভোট দেয় চীন, সিরিয়া এবং বেলারুশসহ অন্যরা।

 



আপনার মূল্যবান মতামত দিন: