ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দাবানলে বিপর্যস্ত হাওয়াই, নিহত বেড়ে ৮০

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ২২:৪৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ২২:৪৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে ঠেকেছে। এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরো অনেকে। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

এখনো মাউই দ্বীপের বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর সদস্যরা। এই দাবানলে ঐতিহাসিক লাহাইনা শহরটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

হাওয়াইর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কর্তৃপক্ষ সাড়া দিতে দেরি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠছে, শুরুর দিকে যথাসময়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেনি দায়িত্বশীল কর্তৃপক্ষ।

নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা বাসিন্দাদের অনেকে আশঙ্কা করছেন, তাদের ফেলে আসা বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটতে পারে।

গত মঙ্গলবার রাতে মাউই দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ে। হ্যারিকেনের তীব্র বাতাসের কারণে মুহূর্তেই ওই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আগুন। প্রাণ বাঁচাতে অনেকেই ঝাঁপ দেন উন্মুক্ত সাগরে। সূত্র: বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন: