ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের ২০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

আল আমিন | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ১৯:৪৩

আল আমিন
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ১৯:৪৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়া উপদ্বীপের কাছে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এর মধ্যে ২০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।

ইউক্রেন গত জুলাইয়ে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দেয়। এ ছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতুও সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: