ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, নিহত ২

আল আমিন | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ২২:১৪

আল আমিন
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ২২:১৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:  রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া সেতুতে সোমবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। গুরুত্বপূর্ণ এ সেতুতে দুটি বিস্ফোরক বস্তু আঘাত হেনেছে। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এর আগে জরুরি পরিস্থিতি উল্লেখ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানায় ক্রিমিয়ার রুশপন্থি গভর্নর।

আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের মাধ্যম এই সেতুটি। সোমবার ভোর ৩টার দিকে কৌশলগত মূল সেতুটিতে দুটি শক্তিশালী বস্তু আঘাত হানে।

রাশিয়ার ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কনড্রেটিয়েভ টেলিগ্রামে জানান, সেতুর কাছে যানজটে আটকেপড়াদের উদ্ধার করা হচ্ছে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সোমবার ক্রিমিয়া ব্রিজে দুর্ঘটনায় গাড়িতে থাকা এক দম্পতি নিহত এবং তাদের মেয়ে আহত হন। তারা নভোস্কোলস্কি জেলার বাসিন্দা।

হামলায় সেতুর একাধিক স্প্যানের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পরিবহণ মন্ত্রণালয়। সেতুর সড়কেও বেশ ক্ষতি হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: