ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুদানের খার্তুমে বিমান বাহিনীর হামলায় নিহত ২২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুলাই ২০২৩ ১৭:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুলাই ২০২৩ ১৭:২২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতময় সুদানে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২২ জন।

শনিবার (৮ জুলাই) রাজধানী খার্তুমে চালানো হয় এ অভিযান। খবর সিসিটিভির।

দেশটিতে চলমান সাম্প্রতিক সহিংসতায় একক হামলায় এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। আহতও অনেকে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। খার্তুমের স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছে এ তথ্য।

তবে আধা সামরিক বাহিনী আরএসএফ’র দাবি, মৃতের সংখ্যা ৩১। হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়। গত এপ্রিল থেকে চরমে পৌঁছেছে সুদানের ক্ষমতার লড়াই। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে প্রায়ই রণক্ষেত্র হয়ে ওঠে খার্তুম। রাজধানীর অধিকাংশ এলাকাই আরএসএফ বাহিনীর দখলে থাকায় নিয়মিত চলে সেনাবাহিনীর অভিযান। অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, অফিস, আদালত প্রায় বন্ধ। পুরোপুরি ভেঙে পড়েছে চিকিৎসা সেবা।



আপনার মূল্যবান মতামত দিন: