
আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। পবিত্র হিসেবে বিবেচিত যেকোনো গ্রন্থের প্রতি সম্মান দেখানো উচিত বলেও অভিমত তার।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র আল ইতিহাদ প্রকাশ করে পোপের সাক্ষাৎকার। সেখানে এমন কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত বলেও জানান।
পোপ ফ্রান্সিসের সেই বক্তব্যর বরাতে আল জাজিরা জানায়, বাক-স্বাধীনতাকে কখনোই অন্যদের অবজ্ঞা বা অবমাননা করার উপায় হিসাবে ব্যবহার করা উচিত নয় বলে মত প্রকাশ করেন পোপ। এই ধরনের কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়া নিন্দনীয় এবং এটিকে প্রত্যাখ্যান করা উচিত বলেও জানান তিনি।
গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে আগে থেকে ঘোষণা দিয়ে দুই ব্যক্তি পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদের এই ঘৃণ্য কাজের অনুমোদন দেয় দেশটির আদালত।
এমন ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরানসহ অন্য মুসলিম দেশ। এছাড়াও অনেক অমুসলিম দেশও সুইডেনে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: