ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ক্রিমিয়ার গভর্নর হত্যাচেষ্টার শিকার হয়েছেন: রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ১৪:৫৩

আল আমিন
প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ১৪:৫৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভকে ইউক্রেনীয় গুপ্তচর হত্যার চেষ্টা করেছে। কিন্তু রুশ গোয়েন্দারা তাকে রক্ষা করেছেন।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফবিএস) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইউক্রেনীয় এসবিইউ ইন্টেলিজেন্স এজেন্সি থেকে নিয়োগপ্রাপ্ত এক রাশিয়ান নাগরিককে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তি ইউক্রেনে বিস্ফোরক, উদ্ধার অভিযান ও গুপ্তহত্যাবিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন।

অবশ্য রাশিয়ানদের এই অভিযোগ নিয়ে এখনো ইউক্রেন কিছুই বলেনি।

নাম প্রকাশ না করে রাশিয়ার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তির বয়স ত্রিশের ওপরে। তিনি জুন মাসে ক্রিমিয়ায় এসেছিলেন। তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সন্দেহে এবং অবৈধভাবে বিস্ফোরক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়।

গভর্নর আকসিওনভ রিপাবলিক অব ক্রিমিয়ার নেতৃত্বের ওপর হামলা থেকে বাঁচানোর জন্য, এফএসবিকে ধন্যবাদ জানিয়েছেন। যারা এ হামলার পরিকল্পনা করেছিল, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: