ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ান মিসাইল হামলায় ইউক্রেনের ৫২ সেনা কর্মকর্তা নিহত

আল আমিন | প্রকাশিত: ৩০ জুন ২০২৩ ১৬:০৮

আল আমিন
প্রকাশিত: ৩০ জুন ২০২৩ ১৬:০৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রুশ মিসাইল হামলায় দেশটির দুই জেনারেল এবং আরও অন্তত ৫০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত মঙ্গলবার রাশিয়া এই হামলা চালায়। বৃহস্পতিবার রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ এ খবর দিয়েছে।

রাশিয়া আরও বলেছে, ইউক্রেনের সামরিক স্থাপনাকে টার্গেট করে আক্রমণটি চালানো হয়েছিল। ইউক্রেন সেনাবাহিনীর একটি অস্থায়ী কমান্ড পোস্টে আক্রমণ চালানো হয়েছে।

এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা বলেন, শহরের একটি ব্যস্ত রেস্তোরাঁয় রাশিয়ান একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার খেরসনে রাশিয়ান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুইজন। শহরের গভর্নর এ কথা জানিয়েছে।

গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘খেরসনের শান্তিপ্রিয় অধিবাসীদের ওপর আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া।’

সূত্র: আলজাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: