
আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র বিদ্রোহের উদ্দেশ্য নিয়ে মুখ খুললেন ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এই বিদ্রোহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতের উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।
ওয়াগনার প্রধান বলেন, বিদ্রোহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার কোনও উদ্দেশ্য ছিল না। বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছে তার বাহিনী।
সোমবার ১১ মিনিটের এক অডিও বার্তায় ওয়াগনারপ্রধান এ দাবি করেন। বিদ্রোহ থেকে সরে আসার পর প্রথমবারের মতো এই অডিও বক্তব্য দেন প্রিগোজিন।
বার্তায় ওয়াগনার প্রধান বলেন, “আমরা রাশিয়ার নেতৃত্বকে উৎখাত করার জন্য যাত্রা করিনি।”
তিনি আরও বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সই এবং ১ জুলাই থেকে তার ভাড়াটে বাহিনী বিলুপ্ত করা নিয়েও কোনও মতৈক্য হয়নি।
এছাড়া রাশিয়ার বিমানবাহিনীকে আঘাত করতে বাধ্য হয়েছেন উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন প্রিগোজিন। সূত্র: সিএনএন, স্কাইনিউজ
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: