
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াগনার বিদ্রোহ আপাতত স্থগিত। চ্যালেঞ্জের মুখে পড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন অনেকটা স্বস্তিতে। তবে পশ্চিমারা পুতিনের দীর্ঘমেয়াদী ভাঙনের দৃশ্যই খুঁজছে এই বিদ্রোহের মধ্যে। তাদের দাবি, পুতিনের প্রাসাদ পতনের অপেক্ষায়।
এবার এই বিদ্রোহ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইইউ’র বিদেশ নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ওয়াগনার বিদ্রোহ দেখিয়ে দিয়েছে রাশিয়ার সামিরক বাহিনীর ক্ষমতায় ফাটল ধরেছে।
লুক্সেমবার্গে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সমাবেশে বোরেল বলেছেন, ওই রাজনৈতিক ব্যবস্থার ভঙ্গুরতা প্রকাশ পেয়েছে। সামরিক শাসনেও ফাটল ধরেছে।
বোরেল আরো বলেছেন, ওয়াগনারের সাথে পুতিন যে দৈত্য পুষেছিলেন, সেই দৈত্যই এখন তাকে কামড়াচ্ছে। দৈত্য এখন তার স্রষ্টার বিপক্ষেই কাজ করছে।
তার মতে, রাশিয়ার মতো পারমাণবিক পরাশক্তির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা মোটেও ভালো কিছু নয়।
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: