ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪, কারফিউ জারি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ১৬:০৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ১৬:০৪

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে রাতের আঁধারে দুই শহরে সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনার পররই রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় ওই দুই শহরে কারফিই জারি করেছে সরকার।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, হন্ডুরান সরকার দেশে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে পৃথক হামলায় ঘটনায় রাতের আঁধারে ২০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পরে উত্তরাঞ্চলীয় দু’টি শহরে রবিবার কারফিউ জারি করেছে।

পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে।

এতে ১৩ জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়।

এছাড়া একইদিন শনিবার শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে পৃথক সহিংসতার ঘটনায় কমপক্ষে আরও ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো আগামী ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। তার এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে ৪ জুলাই থেকে।

জিওমারা কাস্ত্রো টুইটারে বলেছেন, “সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।” সূত্র: রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন: