ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে: ট্রাম্প

আল আমিন | প্রকাশিত: ২৫ জুন ২০২৩ ২৩:৫৪

আল আমিন
প্রকাশিত: ২৫ জুন ২০২৩ ২৩:৫৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  বেলারুশের মধ্যস্থতায় চুক্তির পর আপাতত ব্যারাকে ফিরে গেছে ওয়াগনার বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এবং মামলাও প্রত্যাহার করা হবে মর্মে প্রতিশ্রুতি দেওয়ার পরই বিদ্রোহ স্থগিত করা হয়। এই ইস্যুতে এবার মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজের।

রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে ভাড়াটে বাহিনী ওয়াগনারের সংঘাতে মস্কোতে সরকার পতন ঘটতে পারে, পশ্চিমাদের এমন আশায় পানি ঢেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তার মতে, ভ্লাদিমির পুতিনের পতন অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ায় অভ্যুত্থান নিয়ে আশাবাদী হওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার। পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে।

উল্লেখ্য, ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছে- একথা আগেই জানত মার্কিন যুক্তরাষ্ট্র বলে দাবি করা হচ্ছে। এমনকি ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের এই পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে প্রাথমিকভাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন মার্কিন কর্মকর্তারা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: