ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বন্ধু ইউক্রেনকে সমর্থন করতে যুক্তরাজ্য কখনো সঙ্কোচ করবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ০৫:০৮

আল আমিন
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ০৫:০৮

ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনীয়দের দেশপ্রেম ও নির্ভিকতায় যুক্তরাজ্য মুগ্ধ মন্তব্য করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে তিনি বলেন, আমাদের কাজ হলো তাদেরকে সর্বোচ্চ সমর্থন করা। বন্ধু ইউক্রেনকে সমর্থন করতে যুক্তরাজ্য কখনো সঙ্কোচ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, পুতিন কখনো ইউক্রেন জয় করতে পারবে না, ইউক্রেনের জনগণের ইচ্ছাশক্তি ভাঙতে পারবে না।

বরিস জনসন বলেন, ইউক্রেন পুনরায় জেগে উঠবে। ইউক্রেন পুনরায় স্বাধীন এবং সার্বভৌম দেশের কাতারে জায়গা করে নেবে।

ওই ভিডিও ক্লিপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যে মুহূর্তে রাশিয়ার আগ্রাসন শুরু হয়, রুশ সেনা এবং ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে গর্জে ওঠে, ইউক্রেনীয়রা অদম্য সাহস এবং দৃঢ়তার সঙ্গে মাতৃভূমি রক্ষা করে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।

বিগত ৪০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

সূত্র: গার্ডিয়ান

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: