ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রুশ বাহিনির হাতে ইউক্রেনের ১ মেয়র হত্যা, বন্দি ১১

আল আমিন | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ০৫:০২

আল আমিন
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ০৫:০২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।

বিগত ৩৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

এদিকে ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৩টি ঐতিহাসিক সাংস্কৃতিক দর্শনীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে-২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ।

এদিকে রবিবার (৩ এপ্রিল) ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানান, ইউক্রেনের স্থানীয় অঞ্চলের ১১ জন মেয়রকে বন্দি করেছে রাশিয়ার বাহিনী। এর মধ্যে বন্দিরত অবস্থায় এক মেয়রকে হত্যা করেছে। খবর সিএনএনের।

ভেরেশচুক বলেন, কিয়েভ, খেরসন, মিকোলাইভ এবং দোনেতস্ক অঞ্চল থেকে ১১ জন স্থানীয় মেয়র রাশিয়ার বন্দিশালায়।

তিনি জানান, এই বিষয়ে তারা রেড ক্রস, জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলোকে অবহিত করবেন।

ভেরেশচুক বলেন, শনিবার ইউক্রেন সরকার জানতে পেরেছে কিয়েভ অঞ্চলের একটি গ্রাম, মতিজিনের মেয়র ওলগা সুখেনকো রুশ বাহিনীর হাতে বন্দি অবস্থায় খুন হয়েছেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: