ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নাইজেরিয়ায় বিয়ের নৌকা ডুবে শতাধিক প্রাণহানি

বিদেশবার্তা ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ১৭:৩৭

বিদেশবার্তা ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ১৭:৩৭

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১শরও বেশি লোক মারা গেছে। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া শেষে নৌকার যাত্রীরা নাইজার প্রদেশ থেকে কোয়ারা রাজ্যে ফিরছিলেন। এ সময়ে এটি ডুবে যায়।

মঙ্গলবার উত্তর মধ্য নাইজেরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেছেন, এ পর্যন্ত আমরা ১০৩ জনের মৃতদেহ পেয়েছি এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

তবে কোয়ারা রাজ্য গভর্নরের কার্যালয় মৃতের সংখ্যার বিষয়ে কিছু উল্লেখ করেনি। নৌকাযাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বলে জানিয়েছে।

এক বিবৃতিতে গভর্নরের কার্যালয় বলেছে, ‘নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।’

উল্লেখ্য, নাইজেরিয়ায় যাত্রী বোঝাইয়ের কারণে নৌকা উল্টে যাওয়ার ঘটনা খুবই সাধারণ বিষয়। নৌকা ডুবে যাওয়ার এটি সর্বশেষ ঘটনা।

গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে ১৫ শিশু ডুবে যায়। নিখোঁজ হয় আরো ২৫ জন।



আপনার মূল্যবান মতামত দিন: