
আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে অনুভূত হলো ৪.৯ মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার (৬ জুন) দুর্যোগে প্রাণ হারিয়েছেন চারজন এবং আহত ৩৬ বাসিন্দা। খবর এপির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানিয়েছে, গ্র্যান্ড আনসে এলাকায় অনুভূত হয় কম্পণ। যার উৎপত্তিস্থল ছিলো ভূভাগ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। সে কারণেই মধ্যম মাত্রার কম্পনেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি।
প্রশাসনের দাবি, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়িটি বিধ্বস্ত হওয়ায় নিচে চাপা পড়েন তারা। দেশটিতে মৌসুমী ঘূর্ণিঝড়ের প্রভাবে হচ্ছে প্রলয়ংকারী বন্যা। যাতে প্রাণ হারিয়েছেন ৪২ জন।
দেশটিতে ২০২১ সালেও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। যাতে প্রাণ হারান ২২শ’র বেশি মানুষ।
আপনার মূল্যবান মতামত দিন: