ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি

আল আমিন | প্রকাশিত: ৩ জুন ২০২৩ ২৩:১৫

আল আমিন
প্রকাশিত: ৩ জুন ২০২৩ ২৩:১৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তাদের সেনারা রাশিয়ার দখল হওয়া সম্পদ পুনঃরুদ্ধারের লড়াইয়ে নামতে প্রস্তুত।

জেলেনস্কি বলেছেন, ‌‘জোর বিশ্বাস আমরা সফল হবো।’ ‘আমি জানি না (দখল হওয়া ভূখণ্ড উদ্ধার করতে) কতো সময় লাগবে। সত্যিকারার্থে এর অনেক রাস্তা আছে, সম্পূর্ণ আলাদা। তবে আমরা সেটা করতে যাচ্ছি। আমরা এর জন্য প্রস্তুত।’

কিয়েভের প্রত্যাশা পাল্টা অভিযানে রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া সব ভূখণ্ডই আবার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে।
জেলেনস্কি জানান, গত মাস ইউক্রেনের গেছে পশ্চিমাদের সাঁজোয়াযান হাতে পাওয়ার অপেক্ষায়। এছাড়া ওই মাসে তিনি পশ্চিমা সমর্থন অর্জনের চেষ্টা করেছেন। চেয়েছেন আরো সামরিক সহায়তা ও অস্ত্র। কারণ সফলতার জন্য ইউক্রেনের সামনে এর কোনো বিকল্প নেই।

সূত্র: রয়টার্স


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: