
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
এদিকে ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৩টি ঐতিহাসিক সাংস্কৃতিক দর্শনীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে-২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ।
জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ‘ইউনেসকো’ এ তথ্য জানিয়েছে।
ক্ষতিগ্রস্থ এসব ঐতিহাসিক স্থানের বেশ কয়েকটি ইউক্রেনের দুটি বৃহত্তম শহর- কিয়েভ এবং খারকিভে অবস্থিত।
ইউনেস্কোর একজন মুখপাত্র জানিয়েছেন, “এটি ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক স্থানগুলোর সর্বশেষ তালিকা। তবে এই তালিকা সম্পূর্ণ নয়। কেননা, এখনও আমাদের বিশেষজ্ঞরা আরও বেশ কয়েকটি রিপোর্ট যাচাই করছেন।”
ইউনেস্কো জানিয়েছে, সংস্থাটি ক্ষয়ক্ষতি যাচাই করতে স্যাটেলাইট ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আমলে নিচ্ছে। সূত্র: বিবিসি
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ না করা পর্যন্ত গোলাবর্ষণ চলবে।’
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: