ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিশ্ববাজারে চিনির আরো দরপতন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৫ মে ২০২৩ ১৪:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৫ মে ২০২৩ ১৪:৫১

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে চিনির আরো দরপতন ঘটেছে। বুধবার (২৪ মে) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এ কার্যদিবসে আইসিই’তে অপরিশোধিত চিনির আগামী জুলাইয়ের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৫ দশমিক ৫৬ সেন্টে।

আগের কর্মদিবসে (মঙ্গলবার) ভোগ্যপণ্যটি দর হারিয়েছিল শূন্য দশমিক ৭ শতাংশ।

এদিন আগামী আগস্টের চিনির সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭০৯ ডলারে।

চিনির বিশ্ববাজার কিছু মোমেন্টাম হারিয়েছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে চলতি মে মাসে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এতে দেশটিতে উৎপাদন অগ্রসর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মে) এক উপাত্ত প্রকাশ করবে ব্রাজিলিয়ান সুগার ইন্ডাস্ট্রি গ্রুপ ইউনিকা। তাতে চলমান মাসের প্রথমার্ধে চিনি উৎপাদনের হালহকিকত তুলে ধরা হবে।

বুধবার জার্মানির দ্বিতীয় বৃহৎ সুগার রিফাইনার নর্ডজুকার এক রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা যায়, প্রতিষ্ঠানটির বার্ষিক মুনাফা বৃদ্ধি পেয়েছে ১১৬ শতাংশ। নিত্যপণ্যটির উচ্চ মূল্যের কারণে এ ঊর্ধ্বগামিতা তৈরি হয়।

নতুন অর্থবছরে আরো ভালো ফলাফল অর্জনের আশাবাদী নর্ডজুকার।



আপনার মূল্যবান মতামত দিন: