ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে এক লাখ মানুষ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ মে ২০২৩ ০৩:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ মে ২০২৩ ০৩:৫১

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র: অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে যুক্তরাষ্ট্রে গত বছর (২০২২ সালে) এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিডিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালটি ড্রাগ ওভারডোজের রেকর্ডে সবচেয়ে মারাত্মক ছিল। এতে আনুমানিক এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।

মৃত্যুর সংখ্যা ২০১৯ সালে ৭১ হাজার থেকে বেড়ে ২০২০ সালে ৯০ হাজারের ওপরে এবং ২০২১ সালে প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: