ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ মে ২০২৩ ১৮:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ মে ২০২৩ ১৮:২৪

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গতকাল শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন চুক্তিটি যুদ্ধরত পক্ষগুলো জেদ্দায় স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষরের ৪৮ ঘণ্টা পর রবিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষের সমঝোতায় স্বল্পমেয়াদী এই যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে।

সুদানে রক্তক্ষয়ী যুদ্ধ ৬ সপ্তাহের বেশি সময় ধরে চলছে। উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটিতে সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: আল আরাবিয়া।



আপনার মূল্যবান মতামত দিন: