ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ মে ২০২৩ ২১:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ মে ২০২৩ ২১:৫৯

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯ মে) থেকে তিনদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।

এ সম্মেলনে গুরুত্ব পাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই সঙ্গে যুদ্ধে বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করা যায় তাও আলোচনা হবে। তাদের এজেন্ডায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিষয়ও রয়েছে। এই সম্মেলন থেকে জোটভুক্ত দেশগুলো একটি শক্তিশালী যৌথ বিবৃতি প্রকাশ করবে।

ইউক্রেন গত কয়েকদিন ধরেই দখলকৃত অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা প্রতিরোধ শুরু করে। এর অংশ হিসেবে পশ্চিমা দেশগুলোর সমর্থন জোরালো করার চেষ্টা করবেন জেলেনস্কি। যেন পাল্টা আক্রমণে ইউক্রেনীয় সেনাদের মিত্রদেশগুলো পর্যাপ্ত অস্ত্র দিয়ে সহায়তা করে।

বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশ-কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত জি-৭ জোট। আর জোটভুক্ত দেশগুলো যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে প্রায় সব ধরনের সহায়তা করে আসছে। আর রাশিয়ার ওপর চাপ অব্যাহত রেখেছে।

জেলেনস্কি এশিয়া সফরে আসছেন ইউরোপের চার দেশ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালি ভ্রমণ শেষে। ওই দেশগুলোর নেতারা ইউক্রেনীয় প্রেসিডেন্টকে আরও অস্ত্র সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে এর আগে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছিল, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জেলেনস্কি ভার্চ্যুয়ালি জি-৭ জোটের সম্মেলনে যোগ দেবেন।

তবে এখন স্বশরীরেই দেশটিতে উপস্থিত হচ্ছেন জেলেনস্কি এমনটি জানিয়েছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি উলেকসাই ডেনিলোভ।

তিনি বলেন, দেশের প্রয়োজনে তাদের নেতা জেলেনস্কি বিশ্বের যেকোন দেশে স্বশরীরে উপস্থিত হবেন। সূত্র: আল-জাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন: