ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চতুর্থ দিনের মতো চলছে ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত

আল আমিন | প্রকাশিত: ১২ মে ২০২৩ ২৩:৫৩

আল আমিন
প্রকাশিত: ১২ মে ২০২৩ ২৩:৫৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : টানা চতুর্থ দিনের মতো ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাত চলছে। শুক্রবার ফিলিস্তিন থেকে ইসরায়েলে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। জবাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

শুক্রবার তাৎক্ষণিক উভয় পক্ষের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিদেশি মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলি শহর অ্যাশকেলন থেকে আল জাজিরার উইলিয়াম মার্কস বলেছেন, পুরো এলাকা জুড়ে সাইরেন বাজানো হয়েছে। তিনি বলেন, ‘সম্ভবত গাজা থেকে প্রায় দুই ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে।’ এই সপ্তাহে ৮০০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে।

আল জাজিরার এই সাংবাদিক বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী আমাদের নিশ্চিত করেছে, তারা এই অঞ্চল থেকে বাসিন্দাদের দূরে সরিয়ে দিচ্ছে যাতে তাদের এই ভারি রকেটের আঘাতের সম্ভাবনা কম থাকে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: