ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ কমান্ডার নিহত

আল আমিন | প্রকাশিত: ১২ মে ২০২৩ ০১:১৯

আল আমিন
প্রকাশিত: ১২ মে ২০২৩ ০১:১৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে।

গাজার খান ইউনুস এলাকায় হামদান আবাসিক সিটির একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে এই হামলা চালানো হয়।

বিবিসির খবরে বলা হয়েছে গতকাল বুধবার গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৪৬০টি রকেট ছোড়া হয়। এর জবাবে গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ১৩০টি হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক ও তিনজন প্যালেস্টাইন ইসলামিক জিহাদের কমান্ডার।

সূত্র: বিবিসি


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: