ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফের বাড়লো স্বর্ণের দাম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ মে ২০২৩ ১৯:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ মে ২০২৩ ১৯:৩৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : আবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের ডলার দুর্বল হয়েছে। এছাড়া অর্থনৈতিক উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে। এতে মূল্যবান ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১১ মে) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩২ ডলার ৭৪ সেন্টে।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৩৮ ডলার ৯০ সেন্টে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও ডলার সূচক নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা দুই দিন সূচকটির পতন ঘটলো। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে বুলিয়ন কেনা সস্তা হয়ে পড়েছে।

সিটি ইনডেক্সের সিনিয়র মার্কেট বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, সামগ্রিকভাবে স্বর্ণের দাম চড়া রয়েছে। তবে এতে খুব খুশি নন বিনিয়োগকারীরা। প্রতি আউন্সের দাম ২০৫০ ডলারের ওপরে দেখতে চান তারা। যাতে ব্যবসায়ীরা আরও মুনাফা করতে পারেন।

প্রাথমিকভাবে আগের কার্যদিবসে (বুধবার, ১০ মে) বুলিয়নের দাম বাড়ে। এদিনও সেই ধারা অব্যাহত আছে।

বুধবার (১০ মে) অর্থনীতির তথ্য প্রকাশ করেছে ইউএস অর্থ বিভাগ। তাতে দেখা গেছে, গত এপ্রিলে দেশটিতে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মন্থর হয়ে ৫ শতাংশের নিচে অবস্থান করছে। গত ২ বছরের মধ্যে যা প্রথম।

ফলে ধারণা করা হচ্ছে, আগামী মাসে (জুন) সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। সেই সম্ভাবনা আছে ৯৯ দশমিক ৭ শতাংশ। নিম্ন সুদহার নন-ইল্ডিং বুলিয়নের আবেদন বাড়িয়ে দেয়।



আপনার মূল্যবান মতামত দিন: