ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত

আল আমিন | প্রকাশিত: ১০ মে ২০২৩ ২১:৪৬

আল আমিন
প্রকাশিত: ১০ মে ২০২৩ ২১:৪৬

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিন নিহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতদের একজন ১৯ বছর বয়সী আহমেদ জামাল আসাফ, আরেকজন ২৪ বছর বয়সী ওয়ালিদ কাতানাত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

এর আগে, মঙ্গলবার গাজায় কয়েক ঘণ্টায় ইসরায়েলের পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হন। এদিকে, নিহত দুই ফিলিস্তিনি জেনিনের দক্ষিণাঞ্চলে কাবাতিয়া শহরে গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনীর বড় একটি ফোর্স শহরে অভিযান চালিয়ে পশ্চিম পাড়ার দিকে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেয়। সৈন্যরা তল্লাশি ও লুটপাট চালায়।

যদিও এ নিয়ে ইসরায়েল সেনাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থাটি বলছে, হামলার সময় সৈন্যরা একটি গাড়িতে গুলি চালায়। এতে দু’জন নিহত হন। আরেক ব্যক্তি আহত হন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: