ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুদ্ধে রাশিয়া নাৎসিদের মতো পরাজিত হবে: জেলেনস্কির

আল আমিন | প্রকাশিত: ১০ মে ২০২৩ ০৩:২০

আল আমিন
প্রকাশিত: ১০ মে ২০২৩ ০৩:২০

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: জার্মান নাৎসিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে পরাজিত হয়েছিল, চলমান যুদ্ধে রুশ বাহিনী ঠিক সেভাবেই পরাজিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাত্রীকালীন এক ভিডিও ভাষণে এই মন্তব্য করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘নাৎসি বাহিনীর’ বিরুদ্ধে ইউরোপের বিজয় দিবস স্মরণে জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, ‘আধুনিক রাশিয়ার ফিরিয়ে আনা সব পুরোনো অশুভ কর্মকাণ্ড নাৎসিবাদের মতোই পরাজিত হবে।’

জেলেনস্কি আরও বলেন, ঠিক ওই সময় আমরা যেভাবে সম্মিলিতভাবে অশুভকে ধ্বংস করেছি, এখন সেই একই অশুভকে একসঙ্গে মিলে ধ্বংস করছি।
রাশিয়া-ইউক্রেনসহ ইউরোপের অনেক দেশ প্রতিবছর ৯ মে বিজয় দিবস উদযাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর কাছে নাৎসি জার্মানির পরাজয়ের স্মরণে দিবসটি উদযাপন করা হয়। এদিন সরকারি ছুটি থাকে। এবার এই দিবসের আগে ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বিজয় দিবস’ এর বক্তব্যে পুতিন ইউক্রেনের জেলেনস্কি সরকারকে ফের নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে জিম্মি হয়ে আছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: