ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ মে ২০২৩ ২১:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ মে ২০২৩ ২১:১৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শুক্রবার সকালে জাপানের কেন্দ্রীয় ইশিকাওয়া অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করেনি দেশটি। খবর এনডিটিভির।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৬.২ বলে জানিয়েছে। এর প্রভাবে জাপানে বড় ভূমিধস হতে পারে বলে জানা গেছে।

জনপ্রিয় পর্যটন স্থান নাগানো এবং কানাজাওয়ার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে ভূমিকম্পের কারণে। জাপানে ভূমিকম্প সাধারণ ব্যাপার। কারণ, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। তীব্র ভূমিকম্পনপ্রবণ অঞ্চল এটি।



আপনার মূল্যবান মতামত দিন: