
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খেরসনে রাশিয়ার হামলায় বুধবার ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৮ জন। কিয়েভ বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল শুক্রবার থেকে খেরসনের মূল শহরে কারফিউ জারি করতে চলেছে স্থানীয় কর্তৃপক্ষ।
খেরসনের শহরতলী ও গ্রামে এই হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, একটি রেল স্টেশন, বাড়ি, হার্ডওয়ারের দোকান, সুপার মার্কেট ও গ্যাস স্টেশনে রুশ হামলার শিকার হয়েছে।
টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, এই হামলায় ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ৪৮ জন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে যুদ্ধক্ষেত্রের খুব কাছে খেরসন শহরের অবস্থান। গত বছর ইউক্রেনে রুশ অভিযান শুরুর পরপরই রাশিয়ার সেনারা খেরসন শহরের দখল নিয়েছিল। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত তা রুশ সেনাদের দখলেই ছিল। গত নভেম্বরে খেরসন শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দেয় ইউক্রেনীয় সেনাবাহিনী।
সূত্র: ইউরো নিউজ
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: