ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে ১১৫ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ৪ মে ২০২৩ ২১:২১

আল আমিন
প্রকাশিত: ৪ মে ২০২৩ ২১:২১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  প্রবল বৃষ্টিপাতের পর উত্তর ও পশ্চিম রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে অন্তত ১১৫ জন মারা গেছে। বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কিভু হ্রদের সীমান্তবর্তী ওয়েস্টার্ন প্রভিন্সে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। বন্যার পানিতে বাড়িঘর এবং অবকাঠামো ভেসে গেছে।

রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি (আরবিএ) তাদের ওয়েবসাইটে বলেছে, গত রাতে যে বৃষ্টিপাত হয়েছে তা উত্তর ও পশ্চিম প্রদেশে বিপর্যয় সৃষ্টি করেছে। বর্তমানে, এই প্রদেশগুলোর প্রশাসন ১১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

আরবিএ-এর টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে কাদায় তলিয়ে থাকা বাড়ি, ভূমিধসের কারণে বিচ্ছিন্ন সড়ক এবং প্লাবিত ক্ষেত দেখা গেছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: