ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী

আল আমিন | প্রকাশিত: ৪ মে ২০২৩ ২০:৩৪

আল আমিন
প্রকাশিত: ৪ মে ২০২৩ ২০:৩৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে এক ইহুদিবাদী অভিযান পরিচালনার সময় গোলাবারুদ ছুড়লে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলছে, নাবলুসের ওল্ড সিটিতে ইসরায়েলি অভিযানের সময় আহত হওয়া চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫০ জন টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টের শিকার হয়েছে।

অভিযানের নামে এই ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: