ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করলো রাশিয়া

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ২০:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ২০:৪৭

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক লোকদের সরিয়ে নিতে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। খবর আলজাজিরা’র।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। বৃহস্পতিবার সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে এই মানবিক করিডোর উন্মুক্ত হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতিতে আরো বলা হয়েছে, এই মানবিক অভিযান সফল করার জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে সরাসরি অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন স্যাটেলাইট ছবিতে রাশিয়ার ধ্বংসযজ্ঞ দেখানোর ফলে এই ঘোষণা দেয় দেশটি। ইউক্রেন এই ঘোষণার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এদিকে হাজার হাজার বেসামরিক নাগরিককে জোরপূর্বক রাশিয়া বা রুশ নিয়ন্ত্রিত এলাকায় স্থানান্তরিত করার অভিযোগও রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: