ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জার্মান প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পৌঁছে গেছে: ইউক্রেন

আল আমিন | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩ ২১:০৩

আল আমিন
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩ ২১:০৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে পৌঁছে গেছে জার্মানির প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। এর ফলে ইউক্রেন যুদ্ধে অনেকটাই সুবিধা পাবে।

জার্মান প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে বহু কিলোমিটার দূরের মিসাইল ট্র্যাক করা যায়। শত্রুর ছোঁড়া মিসাইল ধ্বংস করা যায়। আবার নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল হামলা চালানো যায়। শত্রুর বিমান এবং ড্রোন ধ্বংস করা যায়। ইউক্রেন বহুদিন ধরে এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আবেদন জানিয়ে রেখেছিল।

আমেরিকার তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম জার্মানি ব্যবহার করে। জার্মানি এবং আমেরিকা দুই দেশই একটি করে প্যাট্রিয়ট ইউক্রেনকে দেওয়া হবে বলে জানিয়েছিল।

বুধবার জার্মানি জানিয়েছে, তাদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের কাছে পৌঁছে গেছে।

ইউক্রেনও প্রাপ্তি স্বীকার করেছে। ইউক্রেনের সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে যে, “দেশের আকাশ এখন অনেকটাই বিপন্মুক্ত। জার্মান প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পৌঁছে গেছে।”

সূত্র: ডয়েচে ভেলে, আনাদোলু এজেন্সি, সিএনএন

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: