
আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর তুমুল সংঘর্ষ হয়েছে। দেশটির রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণে জড়িয়ে পড়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই বাহিনী।
এরই মধ্যে আরএসএফ দাবি করেছে যে, তারা সেনাপ্রধানের বাসভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখল করেছে।
শনিবার এক বিবৃতিতে এ দাবি করে বাহিনীটি। খবর রয়টার্সের।
আরএসএফ বিবৃতিতে বলেছে, শনিবার খার্তুমের সোবায় ক্যাম্পে সেনাবাহিনীর একটি বড় ইউনিট প্রবেশ করে এবং সেখানে আধাসামরিক বাহিনীকে অবরুদ্ধ করে ফেলে। সেনা বাহিনী ‘সব ধরনের ভারী এবং হালকা অস্ত্র দিয়ে একটি আকস্মিক আক্রমণ শুরু করেছে।
তবে সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আধাসামরিক বাহিনী সামরিক ঘাঁটিতে হামলা করেছে।’
গত কয়েক দিন ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এই পরিস্থিতিতে শনিবার রাজধানী খার্তুমে ভারী গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: