
আন্তর্জাতিক ডেস্ক : লেবানন থেকে ৩০টির বেশি রকেট ছোড়ার পাল্টা জবাবে গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঁশিয়ারির পরপরই এই অভিযান চালালো ইসরায়েলি বাহিনী।
এখন পর্যন্ত হামলায় হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ইসরায়েলি সেনারা জানায়, গাজায় দুটি টানেল ও দুটি অস্ত্র স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে হামাসের কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩০টি রকেট ছোড়া হয়। এই হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী হামাসকে দায়ী করেন নেতানিয়াহু।
এদিকে, ইসরায়েলি আগ্রাসনের কয়েক মিনিট পর গাজা থেকে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ও রকেট নিক্ষেপ করা হয়। ফলে গাজার কাছাকাছি বেশ কয়েকটি ইসরায়েলি শহরে সাইরেন বেজে ওঠে।
আপনার মূল্যবান মতামত দিন: