ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৪ টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আল আমিন | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ২৩:৫৭

আল আমিন
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩ ২৩:৫৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সোমবার রাতে রাশিয়ার পক্ষ থেকে ছোড়া ইরানে তৈরি ১৭ শাহেদ ড্রোনের মধ্যে ১৪টি ধ্বংস করেছে। মঙ্গলবার এই দাবি করেছে, ইউক্রেনের সামরিক বাহিনী।

ইউক্রেন জানিয়েছে, আজভের সৈকত এলাকা মোট ১৭টি ড্রোন ছোড়া হয়েছে বলে রেকর্ড করা হয়।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ড ১৩টি ড্রোন ধ্বংস করেছে ওডেসা অঞ্চলে। তবে সেখানে একটি ড্রোন ওই এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত হেনেছে। তাতে আগুন ধরে যায়। সকাল পর্যন্ত সেই আগুন জ্বলতে দেখা গেছে।
তবে এসব হামলায় কোনো মানুষ হতাহত হয়নি বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর।

যদিও রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের দাবির বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: