ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া, ক্ষুব্ধ পশ্চিমারা

আল আমিন | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩ ২২:০৮

আল আমিন
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩ ২২:০৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির চেয়ারে বসেছে রাশিয়া। আর এতেই ক্ষোভ দেখা দিয়েছেন ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে।

নিয়ম অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে।

সেই হিসেবে এবার দায়িত্ব পড়েছে রাশিয়ার ওপর। সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছিল রাশিয়া।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আর ইউক্রেনও রাশিয়াকে সভাপতির পদে না বসানোর জোর দাবি জানিয়ে আসছিল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা রাশিয়ার নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়াকে ‌‘এপ্রিল ফুলের সবচেয়ে বড় কৌতুক’ বলে আখ্যা দিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্র বলছে জাতিসংঘের সনদ স্থায়ী সদস্যকে সভাপতির পদ থেকে বাদ দেয়ার বিষয়টি অনুমোদন করে না।

সূত্র: বিবিসি

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: