ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৫ বছরের ভ্রমণ ভিসা দেবে মিসর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ১৯:৪০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ১৯:৪০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : অর্থনৈতিকভাবে ভীষণ ধুঁকছে মিসর। দেশটিতে বৈদেশিক মুদ্রার ব্যাপক সংকট দেখা দিয়েছে। সেটা কাটিয়ে উঠতে আরও বেশি পর্যটক টানতে উদ্যোগ নিয়েছে তারা। নতুন ভিসা ঘোষণা করেছে সুদূর আফ্রিকার দেশটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে মিসর। এজন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার।

পর্যটনে রাজস্ব বাড়াতে এ প্রথম একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করছে মিসর। গত সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা এসব তথ্য জানান।

এছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন।

স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিনিয়োগকারীরা। মিসরে তাদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নিয়েছে উত্তর আফ্রিকার দেশটির সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: