
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে টানা ৩৩ দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রবিবার (২৭ মার্চ) হওয়া ফোনকলে কিয়েভে মস্কোর আক্রমণের পর একটি যুদ্ধবিরতি এবং উন্নত মানবিক অবস্থার প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি। খবর: বিবিসি, রয়টার্স।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির গুরুত্ব, শান্তির বাস্তবায়ন এবং এই অঞ্চলে মানবিক অবস্থার উন্নতির গুরুত্ব তুলে ধরেছেন।
এ সময় উভয় নেতা ইউক্রেন ও রাশিয়ার শান্তি চুক্তির আলোচনার পরবর্তী রাউন্ডের জন্যও রাজি হন। এবারও এটি ইস্তানবুলে অনুষ্ঠিত হবে।
এর আগে রবিবার ইউক্রেনীয় আলোচক ডেভিড আরাখামিয়া জানান, ২৮-৩০ মার্চ শান্তি চুক্তির পরবর্তী আলোচনা ইস্তানবুলে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজ থেকে শুরু।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: